আজ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মদিনার জামাত”কামাল্লার পীর সাহেব হুজুরের  সুস্থতা কামনায় নফল রোজা ও কালেমা পড়ার আহবান।


মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি কুমিল্লা>>>ইসলাহ্ ও আত্মশুদ্ধি মূলক আধ্যাত্মিক সংগঠন মদিনার জামাতের কর্ণধার কুমিল্লার মুরাদনগরে অবস্থিত কামাল্লা দরবার শরিফের পীর সাহেব   হুজুরের সুস্থতার জন্য নফল রোজা ও কালেমা পড়ার জন্য দেশবাসী সকল মুসলমান ও মদিনার জামাতের সকল আশেকিন ও মুহেব্বিনদের নিকট  আহবান জানিয়েছেন মদিনার জামাতের সম্মানিত মহাসচিব, কামাল্লা কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দীস  পীরজাদা মাওলানা  আ,ন,ম, সাইফুর রহমান খন্দকার।আজ বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।আমাদের বিশেষ প্রতিনিধি মদিনার জামাতের খাদেম সাংবাদিক মোঃ আল আমিনের সাথে আলাপকালে আগামীকাল শুক্রবার সারাদেশে হুজুরের জন্য দোয়া ও হুজুরের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে  দেশবাসীর প্রতি  আহবান  জানিয়েছেন মদিনার জামাতের যুগ্ন মহাসচিব পীরজাদা মাওলানা মোঃ হেদায়েতুল্লাহ খন্দকার।
উল্লেখ্য, মদিনার জামাত কামাল্লা দরবার শরিফের সম্মানিত পীর পীরে কামেল শাহ সুফি আলহাজ্ব হযরত মাওলানা মোঃ হাবিবুর রহমান খন্দকার সাহেব  বার্ধক্য জনিত কারণে অনেকদিন ধরে শ্যামলী স্পেশালাইজ্ড  হসপিটালে ভর্তি অবস্থায় মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণে আছে।তাহার সারা বাংলাদেশ ও প্রবাসেও অসংখ্য ভক্ত মুরিদান ও শুভাকাঙ্ক্ষী রয়েছে,এবং সারা বাংলাদেশে অসংখ্য মসজিদ, মাদ্রাসা,এতিমখানা,খানকাহ্ কমপ্লেক্স,ও হাফিজি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি তারার অসুস্থতার সংবাদে অসংখ্য মসজিদ মাদ্রাসায় ওখানকায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, তারই ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার জুম্মার দিনে মুহিব্বিন ও শুভাকাঙ্ক্ষীদেরকে  নফল রোজা রেখে হুজুরের সুস্থতায় দোয়া কামনার আহ্বান জানানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর