মুসলমানদের আচার-ব্যবহার, ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতিতে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সৃতি রানী অধিকারী নামের এক গৃহিণী।
বিগত ২১শে সেপ্টেম্বর ২০২০ সালে একজন মাওলানার মাধ্যমে পবিত্র কালেমা শরিফ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। ইসলামে দিক্ষিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম জজ কোর্ট এর একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এফিডেভিট করে নিজেই ঘোষণা দেন সদ্য মুসলিম হওয়া মোছাম্মৎ নুসরাত জাহান স্মৃতি।
বর্তমানে তার নাম মোছাম্মৎ নুসরাত জাহান স্মৃতি। সাবেক নাম- সৃতি রানী অধিকারী, পিতা- স্বপন চন্দ্র অধিকারী, মাতা- শিল্পী রানী অধিকারী, সাং- দেনায়েতপুর, ওয়ার্ড নং- ০৬, রায়পুর পৌরসভা, লক্ষীপুর, জন্ম তারিখ- ২৮/১২/২০০৪ ইং, পেশা- গৃহিণী, ধর্ম- ইসলাম, সাবেক ধর্ম- হিন্দু, জাতীয়তা- বাংলাদেশী।
এফিডেভিট সূত্রে জানাযায়, তিনি নিজের ইচ্ছায় হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পারিপার্শ্বিক অবস্থায় ইসলাম ধর্মের বন্ধু বান্ধবীদের বিভিন্ন ধর্মীয় আচরণ যেমন নামাজ,রোজা দেখে আমার ভালো লাগে এবং ধীরে ধীরে ইসলাম ধর্মের উপর আকৃষ্ট হয়ে আমার অলৌকিক পরিবর্তন ঘটে।এবং শীতল ছায়াতলে আশ্রয়ের জন্য মনস্থির করে প্রথমে একজন মাওলানার মাধ্যমে পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করি এবং রাষ্ট্রীয় ভাবে চট্টগ্রাম জজ কোর্টের মাধ্যমে এভিডেভিড করি।আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে ইসলামের দাওয়াত সবার ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে পারি।
Leave a Reply