চট্রগ্রামের পাহাড়তলীতে অবস্থিত বাংলাদেশ রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপনের লক্ষ্যে লগো উন্মোচন ও উদযাপন কমিটির নাম ঘোষণা উপলক্ষ্যে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন এক্স স্টুডেন্টস ফোরাম বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন।
নানান আয়োজনে আগামী ২১ ও ২২ শে ফেব্রুয়ারী ২ দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে শতবর্ষ উৎসব।সংবাদ সম্মেলনে লগো উন্মোচন ও ১৯০ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন উদযাপন কমিটির আহ্বায়ক ডাঃ মাহফুজুর রহমান।উপস্থিত ছিলেন শর্তবষ উদযাপন কমিটির প্রধান পৃষ্ঠপোষক গওহর সিরাজ জামিল ও সদস্য সচিব রিয়াসাত সুমন ।
লিখিত বক্তব্য পাঠে সদস্য সচিব রিয়াসাত সুমন জানান চট্রগ্রামের ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় শতবর্ষের মাইলফলক স্পর্শকে স্মরণে করে রাখতে প্রাক্তন ছাত্রদের উদ্যগে ২ দিন ব্যপী জমকালো আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন।
শতবর্ষ উদযাপনে উপদেষ্টা হিসেবে ড: ওবায়দুল করিম, আবুল মনসুর মোঃফয়জুল্লাহ, রেবেকা সুলতানা (অঃদাঃ) প্রধান শিক্ষক, বাংলাদেশ রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়, মোঃ আব্দুল হাই, মোঃফজলুল করিম, আহসান কবির, মোঃ ইউনুস খোকন, শফিকুর রহমান স্বপন, ওবায়দুর রহমান, মোশারফ হোসেন দিপ্তী ও রাকিবুর রহমান টুটুল এর নাম ঘোষণা করা হয়।
Leave a Reply