আজ ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার র‌্যাবের অভিযানে  ৯৫ হাজার ইয়াবা ও ৯ লক্ষ টাকাসহ গ্রেফতার ১


আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> কক্সবাজার টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়া এলাকা থেকে ৯৫,এক শত ৩৫ পিস ইয়াবা, মাদক বিক্রির ৪ লাখ ২০ হাজার এবং মাদক ক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে রক্ষিত ৫ লাখ ৫ হাজার কিয়াট (মায়ানমার মুদ্রা) সহ সর্ব মোট ৯ লাখ ২০ হাজার টাকা সহ এক মাদক কারবারী’কে গ্রেফতার করেছে র‌্যাব।শনিবার (৪ জানুয়ারি) ভোরে টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল ঐ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়।আটককৃত মাদক কারবারী হলেন- চকরিয়ার শাহারবিল ইউনিয়নের ছখিনা বাপের পাড়া এলাকার মৃত জালাল উদ্দিন এর ছেলে নজরুল ইসলাম (৪১)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম জানান, তিনি প্রায় ৪-৫ বছর আগে টেকনাফে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করার সুবাদে তার শ্বশুরবাড়ি মধ্যম জালিয়াপাড়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পরবর্তীতে তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন এবং সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সহযোগীদের মাধ্যমে কক্সবাজারসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন।অতিরিক্ত পুলিশ সুপার,সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার মোঃ কামরুজ্জামান, পিপিএম (সেবা)আজ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফে ৯৫ হাজার ১৩৫ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির ৪ লাখ ২০ হজার টাকা এবং পার্শ্ববর্তী দেশ হতে মাদক ক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে রক্ষিত মায়ানমারের মুদ্রা ৫ লাখ ৫ হাজার কিয়াট উদ্ধার করেছে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল, এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বসতঘর থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে নজরুল ইসলাম নামে উক্ত মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় এবং আরো কয়েকজন মাদক কারবারী দ্রুত পালিয়ে যায়।র‌্যাবের পক্ষ থেকে টেকনাফ মডেল থানায় আটককৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা দাখিল করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর