আজ ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উত্তর বাইনজুরী স্কুলে নতুন পাঠ্যবই বিতরণ


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশের বরমা ইউনিয়নস্থ উত্তর বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি বুধবার) সরকার প্রদত্ত ২০২৫ সালের নতুন পাঠ্যবই বিতরণ করা হয়। বাধ্যতামূলক সার্বজনীন প্রাথমিক শিক্ষার আওতায় বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সিতারা আফরোজ। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক অভিলাষ মজুমদার। অতিথি ছিলেন উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল ও বরমা ইউপি প্যানেল চেয়ারম্যান-২ মধুসূদন দত্ত।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সাদিয়া নওরীন, উম্মে সালমা, লাকী চৌধুরী, মাহমুদা বেগম, শম্পা চৌধুরী, রুমা আকতার ও আরফাত নূর নিশু। প্রথম দিনে প্রথম থেকে তৃতীয় শ্রেণির বই প্রদান করা হয়। এ সময় প্রায় ১২০ শিক্ষার্থীর মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ শিক্ষার্থী নতুন পাঠ্যবই গ্রহণ করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর