আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নেপাল

ভূমিধসে নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১৪, নিখোঁজ ১০


প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় ৭ জন আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া নিখোঁজ আরো ১০ জনকে খুঁজে পেতে কাজ করছে উদ্ধারকর্মীরা। আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির সরকার এ তথ্য জানায়। খবর দ্য স্ট্রেইটস টাইমস।
রাজধানী কাঠমুন্ডু থেকে ৪৫০ কিলোমিটার পশ্চিমে আচ্ছাম জেলায় ওই ধসে পাঁচটি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের মাঝে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এর মধ্যে নিহত ও আহতদের সরিয়ে আনা হয়েছে।
আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি।
জুন থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বর্ষণে নেপালের পার্বত্য অঞ্চলে প্রায়ই আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এ ধরনের ঘটনায় চলতি বছরে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ১২ জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর