আজ ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ ও তার স্ত্রী আটক


খুলনা সংবাদদাতা :

খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ ও তার স্ত্রী তিতলীকে যৌথবাহিনী আটক করেছে। আজ রাত ১ টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ রামদা,২ টি চাইনিজ কুড়াল ও বোমা,সদৃশ্য ৬ টি ককটেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার চিংড়ি পলাশ নগরীর সোনাডাঙ্গা থানার গোবর চাকা এলাকার সুলতান তালুকদারের ছেলে। পলাশের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ তদন্ত হাওলার সানোয়ার হোসাইন মাসুম। তিনি বলেন, সন্ত্রাসী গ্রেফতারে যৌথ বাহিনী নগরীতে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ তারিখ রাত ১ টার দিকে সোনাডাঙ্গা থানাধীন গোবর চাকা এলাকায় যৌথ বাহিনী মাদক অস্ত্র উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মো: পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪) এবং তার স্ত্রী পারভীন সুলতানা তিতলী (২৮) কে আটক করা হয়।

এদিকে জানা, যায় পারভীন সুলতানা তিতলী সকল সন্ত্রাসী কার্যকলাপের সক্রিয় সদস্য। পরবর্তীতে পলাশের দেওয়া তথ্যর ভিত্তিতে তার বসতবাড়ি তল্লাসী করে বাড়ির উঠান হতে ৬ টি ককটেল, ৯ টি দেশীয় তৈরী অস্ত্র ও ৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পলাশের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানা সহ খুলনার বিভিন্ন থানায় হত্যা সহ ১৫ টি মামলা রয়েছে। আটকের পর তাদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। সন্ত্রাসী পলাশের আটকের খবর জানার পর এলাকার জনগন নৌ- বাহিনী ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আসামীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানায় তারা।উল্লেখ্য বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ( ইন এইড টু সিভিল পাওয়ার) এর আওতায় দায়িত্বপুর্ন এলাকা সমুহে বাংলাদেশ নৌ- বাহিনী ও সেনাবাহিনী নিয়মিত অভিযান চলমান থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর