আজ ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লাল দিঘীর পাড় কার ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটির শপথ গ্রহণ


চট্টগ্রাম লাল দিঘীর পাড় কার ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং চট্ট-১৬০৩) নব নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় এ শপথ গ্রহন করেন নির্বাচিত কমিটির সদস্যরা। শপথ বাক্য পাঠ করান নির্বাচন উপ-কমিটির চেয়ারম্যান জয়নাল আবেদীন শামিম।

এসময় উপস্থিত ছিলেন প্রথম নির্বাচন কমিশনার রবিন্দ্র কান্তি দে। শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির কার্যকরি সভাপতি আব্দুল মোতালেব, সহ-সভাপতি দুলাল কান্তি দে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল, সহ সাধারণ সম্পাদক জাফর আহম্মদ লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আজিজ, কোষাধ্যক্ষ শ্যামল মজুমদার, দপ্তর সম্পাদক , মোহাম্মদ আইয়ুব বাচ্চু, প্রচার সম্পাদক জোবায়ের হোসেন, লাইন সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, ১ম সদস্য খোরশেদ আলম ও ২য় সদস্য কবির হোসেন উপস্থিত ছিলেন।

গত ২৩ ডিসেম্বর চট্টগ্রাম কার ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ত্রি-বার্ষিক এ নির্বাচনে সদস্যদের ভোটে নির্বাচিত হন সভাপতি, কার্যকরী সভাপতি, সাধারন সম্পাদকসহ ৯ জন। এছাড়া সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদকসহ ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ সময় নির্বাচন উপ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন শামীম ও প্রধান নির্বাচন কমিশনার রবীন্দ্র কান্তি দে কমিটি সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করবে বলে অভিমত ব্যক্ত করেন, এসময় বক্তারা আরো বলেন- আমাদের শ্রমিকরা ভোর সকালে বের হয়ে সারাদিন ব্যাপী দেশের দুরপ্রান্তে যাত্রীদের পৌছিয়ে দেন। রাস্তায় উঠার পর একজন চালকও চান না জেনে বুঝে একটি সাপকে মারতে। তারপরও দুঘর্টনায় কবলিত হয়ে বিভিন্ন সময় চালকদের নির্যাতনের শিকার হতে হয়।

আমরা সকলের কাছে অনুরোধ করবো কোন পরিবহন দুঘর্টনার সম্মুখীন হলে সাথে সাথেই শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করবেন। অনুষ্ঠান শেষে সংগঠনের সকল সদস্যসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর