ফারুকুর রহমান বিনজু, পটিয়া প্রতিনিধি
পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে ৩নং ওয়ার্ডের থানামহিরা দাইয়া পাড়া বদি মেম্বারের বাড়ী এলাকায় আগুন লেগে ৭ ঘর পুড়ে ছাই ও ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।গত মংগলবার সন্ধায় সাড়ে ৫টায় অগ্নিকান্ড ঘটনাটি ঘটে।পটিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা সাঈদুল ইসলাম জানান পটিয়া ও কর্নফুলি ফায়ার ইউনিট ঘটনাস্হলে পোঁছার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এতে ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান।রান্না ঘরের চুলা হতে আগুনের সুত্রপাত হয় বলে জানান।ক্ষতিগ্রস্হ লোকজন হল নুরুল আমিন, নুরুল হক এরা জাইদুল হক,জানে আলম,আজগর আলী মাইপুলা খাতুন,জাহানারা বেগম খোলা আকাশের নীচে রাত কাটছে।
Leave a Reply