আজ ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পেকুয়ায় এক বিধবার ঘর পুড়ে ছাই


এইচ, এম শহীদ, পেকুয়া প্রতিনিধিঃ

কক্সবাজার জেলার পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডেএক বিধবা মহিলার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। ২৩ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যা ৫.৪০ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পূর্ব সরকারি ঘোনা এলাকার মৃত শফিউল আলমের বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, ঘরের লোকজন মাগরিবের নামাজ আদায় করার সময় ঘরের পিছনে ধাঁও ধাঁও করে আগুন জ্বলে উঠে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো টিন সেট বেড়ার ঘরটি সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ও পেকুয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত অগ্নিকান্ডস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঘরের মূল্যবান আসবাবপত্র, ঘর নিমার্ণের নগদ রক্ষিত টাকা, গ্যাসের চুলা, পুত্রবধূ ও অন্য লোকজনের কাপড়সহ সবকিছু পুড়ে নি:স্ব হয়ে যায়। আজ খোলা আকাশের নিচে তীব্র শীতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে তারা।

ভুক্তভোগী বিধবা রাহেলা বেগম অভিযোগ করেন আমার ঘর এমনে পুড়ে নাই। আমার স্বামীর ছোট ভাই হাফেজ ইব্রাহিম পরিকল্পিত ভাবে মাগরিবের নামাজ পড়ার সময় আমার ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আমিও আমার পুত্রবধুরা তারা তাদের কোন কিছু বের করতে পারে নাই এমনকি ঘর নিমার্ণের জন্য ঘরের রক্ষিত নগদ টাকা এবং আসবাবপত্রও বের করতে পারি নাই। আমাদের আর কিছু নেই। কান্নাজড়িত কন্ঠে তিনি আরো বলেন আমার স্বামী মারা যাওয়ার পর থেকে ইব্রাহিম আমাদের কে নির্যাতন করে আসছে। সর্বশেষ আমরা ঘর নিমার্ণ করতে চাইলে সে বাধা দেয় এবং থানায় আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সে আমাদের কে উচ্ছেদ করতে আমার মাথা গোঁজাঠাঁইটুকু জবরদখলে নিতে আগুন দিয়ে ঘর পুড়িয়েছে।

স্থানীয়রা জানান, আমরা যখন আগুন জ্বলতেছে দেখতে পেলে দৌড়ে আসি তখন ইব্রাহিম রাস্তা দিয়ে দ্রুত হেটে চলে যাচ্ছে। তার কাছ থেকে জিজ্ঞাসা করলেও কিছু না বলে চলে যায়।

অভিযোগের বিষয়ের জানতে ইব্রাহিমের সাথে যোগাযোগ করার জন্য তার মুঠোফোনে কল দিলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের জানান, সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা প্রদান করা হবে।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, অগ্নিকান্ডের খবর পেয়েছি। তবে কেউ যদি পরিকল্পিত ভাবে এ ঘটনা করে থাকে ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর