আজ ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম মহানগরী জামায়াতের থানা প্রতিনিধি সম্মেলনে শাহজাহান চৌধুরী


এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী আমির, সাবেক সংসদীয় দলের হুইপ ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী কেয়ারটেকার সরকারের অধিনে নির্বাচনের মাধ্যমে জনগনের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন। আওয়ামীলীগ স্বৈরশাসন প্রতিষ্ঠার জন্য কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করেছিল। ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এই সংশোধনীর মাধ্যমে জনগণের ভোট ও নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছিল। এই সংশোধনীর মাধ্যমে বিনা ভোটে ক্ষমতা দখলের প্রবণতা তৈরি হয়, ফলে গত ২০১৪,১৮,২৪ সালে বাংলাদেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। দেশের উচ্চ আদালতের রায়ে পঞ্চদশ সংশোধনী বাতিল জনগণের অধিকার পুনরায় প্রতিষ্ঠিত হলো।

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত থানা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে আলহাজ্ব শাহাজাহান চৌধুরী এসব কথা বলেন। চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজারস্থ মহানগরী জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মুহাম্মদ উল্লাহ, নগর কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু বকর ছিদ্দিক, আমির হোসাইন,প্রফেসর মো: সাইফুল্লাহ, হামেদ হাসান ইলাহী, মাহমুদুল আলম, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, ইপিজেড থানা আমীর আবুল মোকাররম, বায়েজিদ থানা আমীর জাকির হোসেন, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, সদরঘাট থানা আমীর এম এ গফুর, চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাঈল, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমি, আকবর শাহ থানা আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, খুলশী থানা আমীর আলমগীর ভূঁইয়া, পাহাড়তলী থানা আমীর নুরুল আলম, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ প্রমুখ।

চট্টগ্রাম মহানগরী আমীর শাহজাহান চৌধুরী আরো বলেন, কেয়ারটেকার সরকারের দাবি জামায়াতে ইসলামীরই দাবি, দেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে এই দাবি বাংলাদেশের সংবিধানে অন্তর্ভূক্ত করেছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর