আজ ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাসানচর থেকে পালানোর সময় কোস্টগার্ডের হাতে আটক ২৪ রোহিঙ্গা


আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গোপসাগর থেকে ২৪ জন রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে সাগর থেকে তাদের উদ্ধার করে উপজেলা পারকি সৈকত এলাকায় নিয়ে আসা হয়েছে।কোস্টগার্ডের রায়পুর বাতিঘর স্টেশনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

পরে আটক হওয়াদের কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, আটক রোহিঙ্গাদের মধ্যে ১১ জন শিশু, আটজন পুরুষ ও পাঁচজন নারী রয়েছে। তারা একটি ইঞ্জিন চালিত নৌকা করে হাতিয়ার ভাসান চরের রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছে বলে জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ শরীফ বলেন, আটক রোহিঙ্গাদের কোস্টগার্ডের সহায়তায় কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর