সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চন্দনাইশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়। ১৬ ডিসেম্বর সোমবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। পৌর সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় মেলা, কুচকাওয়াজ, ডিসপ্লে এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ইউএনও মো. রাজিব হোসেনের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী ও ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, আবুল কালাম প্রমুখ। এতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জুলাই বিপ্লবের সমন্বয়ক, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম ব্যক্তি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply