আজ ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল মহান বিজয় দিবস


মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপি নানা কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের একটি অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার, বীর মুক্তিযোদ্ধা খাইরুল বশর মুন্সি, দেবপ্রিয় বড়ুয়া, ফরিদ আহম্মদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক এম মোরশেদ আলম ও সুবর্ণা বড়ুয়া।

অনুষ্ঠানের শুরুতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেয়া হয়।

উল্লেখ্য, বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সঙ্গীত পরিবেশন, দিনব্যাপি বিজয় মেলায় চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের প্রদর্শনী, প্রীতি ফুটবল ম্যাচ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর