আজ ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ছাত্রলীগ ফিরে আসার বার্তায় পুলিশ হেফাজতে – ১ জন


মোঃ রবিউল হোসেন খান, খুলনা:

খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ছাত্রলীগের ফিরে আসার বার্তায় ১ জনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ১৪ ডিসেম্বর রাত সাড়ে ৯ টার দিকে খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ছাত্রলীগের ফিরে আসার বার্তা দেখা যায়।নিষিদ্ধ ছাত্রলীগের ফিরে আসার বার্তা দেখে তাৎখনিক প্রতিবাদ করে রেলওয়ে শ্রমিকদল ও স্থানীয় নেতৃবৃন্দ।

এ ঘটনায় ডিজিটাল বোর্ড অপারেটর ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মীকে পুলিশে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা।খুলনা রেলওয়ে স্টেশনে ডিজিটাল বোর্ডে লেখা ওঠে” ছাত্রলীগ ফিরে আসবে ভয়ংকর রুপে” জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,শেখ হাসিনা ফিরে আসবে।এটা দেখে তাৎখনিক ভাবে প্রতিবাদ ও বিক্ষোভ করেন খুলনা রেলওয়ে শ্রমিকদলের নেতৃবৃন্দ।এ সময় বিক্ষুদ্ধ জনতা ডিজিটাল বোর্ড অপারেটর ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মী আসলাম হোসেন সেন্টুকে পুলিশে দেয়।

এ বিষয়ে খুলনা সদর থানার ইন্সপেক্টর তদন্ত শাহাজাহান আহমেদ জানান,নিরাপত্তা জনিত কারণে আমরা আসলাম হোসেন সেন্টুকে পুলিশ হেফাজতে নিয়েছি।সে দিঘলিয়ার চন্দনী মহল এলাকার মৃত আলী আসগরের ছেলে। সে ডিজিটাল বোর্ড অপারেটর ঠিকাদারী প্রতিষ্ঠান ট্রিপল ই সাইন এর কর্মচারী।এ বিষয়ে রেলওয়ে থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।এ ঘটনা শুনে ঘটনাস্থলে উপস্থিত হন খুলনা মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিন, মো: আলী হোসেন সহ বিএনপি খুলনা মহানগর ও জেলা নেতৃবৃন্দ ও খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের ছাত্র নেতা সাজ্জাদুল ইসলাম, রায়হান আহমেদ, রুমি রহমান সহ ছাত্র নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর