আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালারমারছড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে জরিমানা


সরওয়ার কামাল, মহেশখালীঃ

৭ই ডিসেম্বর মহেশখালীতে সরকারী ছুটির দিনেও থেমে নেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান অসাধু ব্যবসায়ীদের আতঙ্কের নাম মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। ৭ই ডিসেম্বর বিকালে কালারমারছড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা’র ভ্রাম্যমাণ আদালত।

এই সময় ভ্রাম্যমাণ আদালত কালারমারছড়া বাজারে অবস্থিত আলমদিনা হোটেল এন্ড বাতঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে ৪ হাজার টাকা,২টি মুদির দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না ঠাঙানোর অপরাধে ৩ হাজার ও ৫ হাজার টাকা জরিমানা এবং জনপ্রিয় বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের অপরাধে ৩০ হাজার টাকা সহ মোট ৪২ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা’র ভ্রাম্যমাণ আদালত।

সার্বিক সহযোগীতায় ছিলেন, মহেশখালী উপজেলা ভূমি অফিসের নাজির মাঈনুল,রানা বডুয়া সহ সংশ্লিষ্ট জন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিলেন- মহেশখালী থানার এস আই মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম। মহেশখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি মূল্য তালিকা না টাঙানো ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর