আজ ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শহরের ৫ ছিনতাইকারী চাকুসহ আটক


নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার শহরের ৫ ছিনতাইকারীকে চাকুসহ আটক করেছে পুলিশ । মঙ্গলবার ( ৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে পৌরসভার ১০ নং ওয়ার্ডের ঈদগাঁও ময়দান সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে বিভিন্ন ধরনের ধারালো ছুরি পাওয়া যায়।

জানা যায়, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস খান পিপিএমের নির্দেশে এসআই সৌরভ বড়ুয়ার নেতৃত্বে রাত্রি কালীন ডিউটি পুলিশ শহর পুলিশ ফাঁড়ির সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বর্নিত এলাকা থেকে ৪টি বিভিন্ন ধরনের ধারালো ছুরি এবং ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি টমটম সহ ৫জন ছিনতাইকারীকে আটক করে। আটককৃতরা ছিনতাইকারীরা হল শহরের সমিতি পাড়ার আলী হোসেনের ছেলে সাহেদ হোসেন (১৮), একই এলাকার নুর নবীর ছেলে রহিম (১৯), একই এলাকার মোক্তার আহমদের ছেলে রাখিব ( ২০), চকরিয়া উপজেলার ঢেমোশিয়া হাসপাড়া এলাকার নুর নবীর ছেলে শহীদ হোসেন (২৫), মহেশখালী উপজেলার কুতুবজোম চর পাড়া এলাকার নবাব সিরাজুল ইসলামের ছেলে আবদু রহিম (১৬)।

সদর থানার অফিসার ইনচার্জ তদন্ত হিমেল হাসান ছিনতাইকারীদের ছুরিসহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হচ্ছে। পুলিশ সুপার মোঃ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সমস্ত অপরাধীদের আইনের আওতায় আনা হবে এবং পুলিশ অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। সচেতন মহল পর্যটন শহরকে নিরাপদ ও অপরাধমুক্ত করতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর