শেফাইল উদ্দিন
কক্সবাজার সদর থানার বিশেষ অভিযানে ৪টি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলিসহ ২ অস্ত্রধারীকে আটক করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে শহরের সুগন্ধা বীচ সংলগ্ন ঝাউবাগান এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা যায়,কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস খান পিপিএমের নেতৃত্বে এস আই আব্দুস সাত্তার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শহরের সুগন্ধা বীচ সংলগ্ন প্রাসাদ প্যারাডাইস নামক রেস্টুরেন্টের এর বিপরীতে ঝাউবাগান এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ ২ অস্ত্রধারীকে আটক করে।
আটককৃতরা হলো মহেশখালী উপজেলার ঘোরকঘাটা উত্তর ঘোনার জকরিয়া সওদাগরের ছেলে ইকবাল হোসেন ফয়সাল (৩৪),একই উপজেলার ছোট মহেশখালী লম্বা ঘোনা এলাকার আবুল কালামের ছেলে মোঃ আরমান হোসেন ( ৩২)। তাদের কাছে অস্ত্র ও গুলি পাওয়া যায়।উদ্ধারকৃত অস্ত্র গুলো হচ্ছে দেশীয় তৈরি এলজি ২ টি,একনলা বন্ধুক ২ টি, গুলি ২ রাউন্ড ও একটি ইমাহা আর ১৫ মোটর সাইকেল।
মডেল থানার অফিসার ইনচার্জের সাথে মোবাইলে কথা হলে অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন উক্ত ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ অস্ত্রধারীদের আটক ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply