আজ ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফে বিজিবি’র ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার:একজন গ্রেফতার


ভ্রাম্যমাণ প্রতিবেদক:

টেকনাফের সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক চোরাকারবারীকে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।বিজিবি জানিয়েছে, আটক মো. রশিদ আহমেদ (৪৫) কুতুপালং এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে আটক করা হয়।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ উপজেলার লেদা বিওপি এলাকার সীমান্ত দিয়ে মায়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে লেদা বিওপি’র একটি টহলদল মেম্বারের ঘের এলাকায় অবস্থান নেয়।বিজিবির দাবি, রবিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় তাদের টহলদল ৩ জনের একটি নৌকায় করে মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। বিজিবি’র অবস্থান টের পেয়ে ২জন চোরাকারবারী নৌকায় উঠে পালিয়ে যায়। তবে একজনকে আটক করতে সক্ষম হয় বিজিবি।আটক ব্যক্তির কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়, যার মধ্যে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর