মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দেশের বেসরকারি সর্ববৃহৎ বৃত্তি শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি’র পুরষ্কার সনদ বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা মধ্যম-দক্ষিণ হালিম লিয়াকত স্মৃতি সংসদের আয়োন থানা সদর একটি কমিউনিটি সেন্টারে পরিচালক নাসির উদ্দীন নাহিদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন এলজিইডি রাঙ্গামাটি পার্বত্য জেলা’র নির্বাহী প্রকৌশলী আহমদ শফি, উদ্বোধক ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট ইকবাল হাছান, সংবর্ধিয় অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা মারফতুন্নুর আলকাদেরী, সিআইপি কোরবান আলী।
উপ পরিচালক রবিউল মোস্তফা রাফি’র সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন হালিম লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিষদের পরিচালক অধ্যাপক এমরানুল ইসলাম, বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সমন্বয়ক রবিউল হোসাইন মুন্না। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী খলিলুর রহমান, উপদেষ্টা করিম উদ্দিন হাছান, মুফতি সাইফুল ইসলাম, মাহমুদুর রশিদ মাসুদ, সংগঠক দিদারুল আলম, নুরুল ইসলাম আহমেদ, শিক্ষক আবু সায়েম, আলতাফ হোসেন, সওখত আলী, সেকান্দর হোসেন, প্রবাসী জসিম উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য দেন শাহে এমরান রনি।
অনুষ্ঠান শেষে ২০২৩সালে অনুষ্ঠিত শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরিক্ষায় ৯ জন ট্যালেন্টপুল, ৪২ জন প্রথম গ্রেড, ৫৭ জন সাধারণ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার সনদ বিতরণ করেন অতিথিরা।
Leave a Reply