আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বাসস্থান হস্তান্তর করেন বাংলাদেশ সেনাবাহিনী


চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে সুন্দরপুর ইউনিয়ন ও ভুজপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২টি পরিবারের মাঝে ঝিনাইদহ এক্স ক্যাডেট এসোসিয়েশন (জেক্সকা)’র অর্থায়নে এবং গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোনের তত্ত্বাবধানে নির্মিত ২টি বাসস্থান হস্তান্তর করা হয়েছে।

গতকাল ২১ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে বাসস্থান হস্তান্তর করেন গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো. তাজুল ইসলাম, পিএসসি, জি। এসময় লক্ষীছড়ি জোনের অন্যান্য সামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ২১ আগস্ট ২৪ তারিখ থেকে ৩১ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ০৫টি ইউনিয়ন বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা শুরু থেকেই ফটিকছড়িতে বন্যার্তদের উদ্ধার এবং বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে নিয়োজিত ছিলেন। বাসস্থান হস্তান্তর অনুষ্ঠান শেষে লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ফটিকছড়িতে বন্যার্তদের সাহায্য, উদ্ধার এবং বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে এবং এই ধারা অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে এগিয়ে আসার জন্য আহবান জানান। পুনর্বাসন সুবিধাপ্রাপ্ত পরিবার সমূহ এই মহতী উদ্যোগের জন্য ঝিনাইদহ এক্স ক্যাডেট এসোসিয়েশন (জেক্সকা) ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর