চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় ১২ ঘন্টার মাথায় সড়ক দুর্ঘঠনায় মোঃ জমির (৫০) নামের আরেক পথচারী নিহত হয়েছেন। মোটর বাইক দুর্ঘটনায় জমির নিহত হয়েছে। সোমবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ৮ টার সময় উপজেলার সাধনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব বৈলগাঁও দমদমা দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, রাস্তা পারাপারের সময় উত্তর দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দিলে মোঃ জমির মাটিতে লুটে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোঃ জমির পূর্ব বৈলগাঁও এলাকার আমির হোসেনের পুত্র। তিনি চার কন্যা সন্তানের জনক।
স্থানীয়দের অভিযোগ, সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। সড়কে অদক্ষ চালকদের বেপরোয়া গতিতে গাড়ী চালানো, আইন না মেনে গাড়ী চালানো ও প্রতিযোগিতামুলক গতিতে গাড়ী চালানোর ফলে হরহামেশাই বাঁশখালী প্রধান সড়কে দুর্ঘটনার ফলে জানমালের ক্ষতি সাধিত হচ্ছে। এলাকাবাসী বারবার সড়কের নিরাপত্তা বৃদ্ধির দাবি জানালেও কর্তৃপক্ষ কার্যত কোন আমলে নেননি।
বাঁশখালীর রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এআই শরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সম্মতিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর চেয়ে বাঁশখালী থানা জেলা মেজিট্রেট বরাবর একটি লিখিত তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে।
মোঃ সরওয়ার আলম চৌধুরী, বাঁশখালী প্রতিনিধিঃ
Leave a Reply