আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আওয়ামীলীগ নেতার নেতৃত্বে পেকুয়ায় লবণ ব্যবসায়ীর উপর হামলা, আহত ২


এইচ  এম শহিদ, পেকুয়া প্রতিনিধি:

পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার এলাকায় আওয়ামীলীগ নেতার নেতৃত্বে বয়োবৃদ্ধ লবণ ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় জামাল উদ্দিন (লুৎফা) নামের এক লবণ ব্যবসায়ী ও তার পুত্র জয়নাল আবেদীন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে মগনামা ইউনিয়নের ছেরাং ঘোনা এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে দু’জনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডেক্যালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক।

আহত জামাল উদ্দিন উজানটিয়া সোনালী বাজার এলাকার বিশিষ্ট লবণ ব্যবসায়ী ও মৃত ছৈয়দ আহম্মদের পুত্র ও জয়নাল আবেদীন তার সন্তান।

আহত জামাল উদ্দিন লুৎফা বলেন, স্থাণীয় মৃত আব্দুল মতলবের পুত্র মামুনের সাথে তার সামান্য লবণের মাঠ নিয়ে বিরোধ ছিল এরই জের ধরে আজ তিনি লবণের মাঠে গেলে মামুনের ভাড়াটে সন্ত্রাসী হেলালের নেতৃত্বে তাকে মারধর ও তার উপর হামলা চালানো হয়। হামলার এক পর্যায়ে তাকে বাচাঁতে তার পুত্র জয়নাল আবেদীন এগিয়ে আসলে তাকেও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়।

আহত জামাল উদ্দিনের পুত্র এনাম জানান, হেলালের নেতৃত্বে তার ভাই কাইয়ুম, শমশু ও একই এলাকার জসিম উদ্দিন, সেলিম উদ্দিন এবং মামুন মিলে পরিকল্পিতভাবে তার পিতা ও ভাইয়ের উপর হামলা চালান। এঘটনায় তিনি বিচার দাবি করেন।

আহত জামাল উদ্দিনের ভাগিনা মিছবাহ অভিযোগ করেন, তার মামা ও তার মামাতো ভাইদেরকে হত্যার উদ্দেশ্যে আওয়ামীলীগ নেতা হেলালের নেতৃত্বে দা-কিরিচ ও লোহার রড় দিয়ে আঘাত করা হয়। তিনি এঘটনার তদন্ত ও সুষ্টু বিচার দাবি করেন।

এবিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ব্যবসায়ীর উপর হামলার খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ গেছে অবশ্যই অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর