আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর সাবেক প্রক্টর শরিফুল ইসলাম গ্রেফতার


 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আবু সাঈদকে হত্যার ঘটনায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে আটক করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুরের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন।

পিবিআইয়ের এই কর্মকর্তা আজ মঙ্গলবার সকালে বলেন, আবু সাঈদ হত্যা মামলায় শরিফুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিবৃতি আকারে আদালতকে দিয়েছেন মামলার বাদী। মামলার তদন্তের স্বার্থে গতকাল সোমবার রাত ৯টার দিকে শরিফুল ইসলামকে আটক করা হয়েছে। তাঁকে আজ আদালতে পাঠানো হবে।
শরিফুল ইসলামের স্ত্রী তাসনিম আজ সকাল আটটার দিকে বলেন, গতকাল সোমবার সন্ধ্যা সাতটার পর পিবিআইয়ের একটি দল সাদাপোশাকে রংপুরের আলমনগরে (শরিফুলের শ্বশুরবাড়ি) আসে। এরপর তারা জিজ্ঞাসাবাদের জন্য শরিফুলকে নিয়ে যায়। কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া তাঁর স্বামীকে কেন আটক করা হলো, সে প্রশ্ন তোলেন তিনি।

গত ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাচালে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। গত ১৮ আগস্ট আবু সাঈদ হত্যার ঘটনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. মনিরুজ্জামানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী।

আরো পড়ুন

মোঃইনামুল হক,রংপুর প্রতিনিধি,

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর