আজ ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

খুলনায় কেএমপি গোয়েন্দা পুলিশের অভিযানে ১ টি বিদেশি পিস্তলসহ আটক ১


খুলনা সংবাদদাতা:

খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন,আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও নগরবাসীর সেবায় সর্বদা তৎপর। এরই ধারাবাহিকতায় অস্ত্রধারী,সন্ত্রাসী, কিশোর গ্যাং,সর্ন চোরা চালানকারী,মাদক ব্যবসায়ী,অস্ত্র গোলাবারুদ ব্যবসায়ী,চোরাই মোটরসাইকেল, হত্যা কান্ডে জড়িত আসামী ও ভুমি দস্যুসহ কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে। ১৬ নভেম্বর রাত সাড়ে ৮ টায় সোনাডাঙ্গা থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের একটি যৌথ টিম কুখ্যাত সন্ত্রাসী আলীনুর ডাবলকে নগরীর নাজিরঘাট থেকে গ্রেফতার করে।

এসময় তার শরীর তল্লাসী করে তার কোমরে গোজা অবস্থায় ৩ রাউন্ড গুলি লোড করা ১ টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিনে ৫ রাউন্ড গুলি সহ মোট ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার তথ্যর ভিত্তিতে নাজিরঘাটস্থ তার নিজ বসত বাড়ি থেকে তল্লাসি চালিয়ে বেডরুম থেকে ২ টি তলোয়ার, ৩ টি গুপ্তি, ১ টি চাইনিজ কুড়াল, ৩ টি হাতুড়ি ও দুটি বিদেশী ধারালো ছুরি উদ্ধার করতে সক্ষম হয়।এসময় উদ্ধারকৃত একটি ছুরিতে তাজা রক্তের দাগ লেগে থাকতে দেখা যায়।এ ব্যাপারে গোয়েন্দা পুলিশ ধারনা সে সাম্প্রতিক সময়ে কোন অপরাধ জনক ঘটনা সংঘটিত করেছে। আসামীকে জিজ্ঞাসাবাদে অবৈধ আগ্নেয়াস্ত্রের উৎস,উদ্ধারকৃত অস্ত্র কোথায় কোথায় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যাবহার হয়েছে বা কোথাও ব্যাবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয় বিক্রয়ের সাথে কারা জড়িত ও তার সহযোগী আসামীকে গ্রেফতারে আরো অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

১৭ নভেম্বর দুপুরে সোনাডাঙা মডেল থানায় খুলনা মহানগর পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন গণমাধ্যম কর্মিদের সাথে এক প্রেস ব্রিফিং এ সব তথ্য জানান। তিনি বলেন এ ব্যাপারে সন্ত্রাসী ডাবলুর বিরুদ্ধে সোনাডাঙা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ২২ তাং : ১৭/১১/২৪। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিগতদিনে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল।সে মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত। সিডিএমএস পর্যালোচনা করে জানা যায়, তার বিরুদ্ধে প্রতারণা, নারী ও শিশু নির্যাতন সহ একাধিক মামলা রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর