আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোটের মাধ্যমে নির্বাচিত রাজনৈতিক সরকারের বিকল্প নেই: শামীম


অনলাইন ডেস্ক

কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, পলাতক স্বৈরাচারের দোসরদের যে কোনো অপতৎপরতা রুখতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সর্বদাই সজাগ ও সক্রিয় রয়েছে। নির্বাচন উপযোগী প্রয়োজনীয় সংস্কার সাধনের মাধ্যমে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্পন্ন করা এবং দেশে সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে বিএনপি সর্বদাই অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকবে। দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনায়ন ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখা এবং জনকল্যাণের লক্ষ্যে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত রাজনৈতিক সরকারের বিকল্প নেই।

শুক্রবার (১৫ নভেম্বর) নগরের পিটস্টপ মিলনায়তনে অনুষ্ঠিত মহানগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দেশ ও দলের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভাজন বা অনৈক্য কখনোই দল সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা সংগঠনের কল্যাণ বয়ে আনতে পারে না। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলকে এগিয়ে নিতে চলমান ঐক্য যে কোন মূল্যে আমাদেরকে ধরে রাখতে হবে।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, নতুন কমিটির নব যাত্রার মাধ্যমে চট্টগ্রাম মহানগর বিএনপি অতীতের যে কোনো সময়ের চেয়ে সাংগঠনিকভাবে আরও বেশি শক্তিশালী ও সুসংগঠিত হবে। কার্যকর সাংগঠনিক রাজনৈতিক চর্চার মাধ্যমে দলে নতুন নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে।

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ’র সভাপতিত্ব ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর ও সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্রা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় স্বৈরাচার হাসিনা বিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত দলীয় নেতাকর্মী সহ অন্যান্য শহীদ এবং সাম্প্রতিক সময়ে পরলোকগত বিএনপির দলীয় সাবেক সংসদ সদস্য বেগম রোজী কবির সহ মহানগর বিএনপির প্রয়াত নেতাকর্মীদের স্মরণে সদস্য সচিব নাজিমুর রহমান উত্থাপিত শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় নবগঠিত কমিটির পক্ষ হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর