আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বৈষম্য নিরসনের দাবিতে দিনাজপুরে

বৈষম্য নিরসনের দাবিতে দিনাজপুরে ছাত্র জনতার বিক্ষোভ


আঞ্চলিক  বৈষম্য নিরসনের দাবিতে দিনাজপুরে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ করা হয়

আঞ্চলিক বৈষম্য নিরসনের দাবিতে দিনাজপুরে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সমাবেশ থেকে তিন টি দফা দাবি উত্থাপন করেছেন শিক্ষার্থীরা। ১২ নভেম্বর(মঙ্গলবার) বিকালে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার আয়োজনে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।উক্ত, কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা বলেন, সরাসরি সরকার পতনের আন্দোলনে রংপুরের আবু সাঈদ বুক পেতে দেওয়ার পর সারা দেশে নতুন করে গণজাগরণের সৃষ্টি হয়। রংপুর তো দূরের কথা উত্তরবঙ্গে কোনও উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়নি। রাজশাহী ও রংপুর সবকিছুতেই বারবার উপেক্ষিত থাকে। তাই আঞ্চলিক বৈষম্য দূর করে রংপুর ও রাজশাহী বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগের দাবি জানান তারা।

তারা বলেন বিপ্লবের স্পিডকে ভূলুণ্ঠিত করার ষড়যন্ত্রকে রুখে দিতে হবে।

আঞ্চলিক বৈষম্য দূর করতে হবে। সমতার ভিত্তিতে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে। শহীদের রক্তের চেতনা, আহতদের ব্যথার যন্ত্রণা বৃথা যাতে না যায় সে দিকে খেয়াল রাখ তে হবে।বক্তারা, আঞ্চলিক বৈষম্য দূরীকরণে উত্তরবঙ্গের ছাত্রজনতার ৩ দফা দাবি তুলে ধরেন। সেগুলো হলো- সুষম উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে কমপক্ষে দুই জন করে ৪ জন উপদেষ্টা নিয়োগ করতে হবে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য করা যাবে না এবং পলিসি প্রণয়নর উত্তরবঙ্গের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে পরামর্শ গ্রহণ করতে হবে এবং বিতর্কিত ও জুলাই বিপ্লবকে ধারণ করে না এমন কোনও উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারে রাখা যাবে না। সেই সঙ্গে প্রত্যেক উপদেষ্টাকে তাদের কার্যক্রমের অগ্রগতি সাপ্তাহিকভাবে জনসম্মুখে প্রকাশ করতে হবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী একরামুল হক আবির, অন্তু খান, মিষ্টি, মুশফিকসহ অন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

মোঃইনামুল হক, রংপুর প্রতিনিধিঃ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর