গাজীপুরে টি এন জেট কোম্পানির আন্দোলনরত শ্রমিকরা ৬০ ঘণ্টা অবরোধ করে রাখেন ঢাকা ময়মনসিং মহাসড়ক,এতে তীব্র ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্ধ করতে হয় ৩০ টিরও বেশি কারখানা,অবশেষে এই অবরোধ তুলে নিলেন শ্রমিকরা।
গতকাল ১১|১১|২০২৪ ইং রোজ সোমবার বেলা ২টার দিকে প্রত্যাহার করা হয়েছিল বকেয়া বেতন আদায়ের আন্দোলন কিন্তু ২ ঘণ্টা পর ফের আন্দোলনে নামেন শ্রমিকরা।
অবশেষে গত সোমবার রাত ১০ ঘটিকার পর পরিস্থিতির স্বাভাবিকে নিয়ে আসেন সেনাবাহিনী, আন্দোলনরত শ্রমিকদের মধ্য হতে ৩২ জনের একটি প্রতিনিধি দল গিয়েছিল শ্রম মন্ত্রণালয়, সেখান শ্রম মন্ত্রণালয়ের সচিব এইচ এম শরিফুজ্জামান তাদেরকে আশ্বাস দেন যে আগামী রবিবারের মধ্যে তাদেরকে ৬ কোটি টাকা দেওয়া হবে বাকি বকেয়া বেতন নভেম্বরের ২৮ তারিখের মধ্যে পরিশোধ করা হবে ,শ্রম মন্ত্রণালয় তাদেরকে এই আশ্বাস দেওয়ার পর শ্রমিকরা তুলে নেন ঢাকা ময়মনসিং মহাসড়কের অবরোধ।
লাগাতার ৬০ ঘন্টা অবরোধ তো থাকার কারণে স্থানীয় বাসিন্দাদের পড়তে হয় চরম হয়রানিতে,অবশেষে অবরোধ প্রত্যাহারের মাধ্যমে শান্তি ফিরে আসে। গতকাল রাত ১০.৩০ ঘটিকার পর থেকেই স্বাভাবিক হতে থাকে গাজীপুর মহাসড়কের যান চলাচল,পরবর্তীতে মঙ্গলবার সকালের মধ্যেই পুরাপুরি স্বাভাবিক হয়ে যায় গাজীপুর ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক।
রাকিব ইদ্রিস, ময়মনসিংহ প্রতিনিধি,
Leave a Reply