আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দুর্ঘটনা প্রবণতা কমিয়ে মহাসড়কে শৃঙ্খলা ফেরাবো- এডিশনাল ডিআইজি খায়রুল


শ.ম.গফুর, ভ্রাম্যমাণ প্রতিবেদক:

আমরা সবাই মিলে দেশটাকে সামনের দিকে নিয়ে যাবো, দেশটাকে পূর্ণগঠন করবো, দেশের উন্নয়নে ভূমিকা রাখবো। মহাসড়কে শৃঙ্খলা ফেরাবো, দুর্ঘটনা প্রবণতা কমানোর লক্ষ্যে আইন প্রয়োগের উপর গুরুত্বারোপ করবো এসব ব্যাপারে সকলকে সড়কের নিয়ম-কানুন সম্পর্কে সচেতন করার আহ্বান জানান, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের (এডিশনাল ডিআইজি) মোঃ খায়রুল ইসলাম।

সোমবার (১১ নভেম্বর) উখিয়ার শাহপুরী হাইওয়ে থানায় আয়োজিত কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।তিনি বলেন,কমিউনিটি পুলিশিং কার্যক্রম শক্তিশালী করে, সড়কের শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে হবে। এটি কোনো নতুন উদ্যোগ নয়, বরং যুগ যুগ ধরে চলে আসছে।

মাদকের কুফল সম্পর্কে সচেতন থাকার উপরও তিনি গুরুত্ব দেন, তিনি বলেন, যে মাদক একটি জাতিকে ধ্বংস করতে পারে। আমরা সবাই মিলে মাদক থেকে দেশ ও সমাজকে রক্ষা করতে পারি। তিনি আরোও বলেন,কক্সবাজারকে পর্যটন নগর হিসেবে পরিচিত করার জন্য যানজট মুক্ত রাখার গুরুত্ব তুলে ধরে বলেন, যানজট পর্যটনের সুনাম ক্ষুণ্ণ করতে পারে। পর্যটন এলাকা যানজটমুক্ত রাখার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠানে উখিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, শাহপুরী হাইওয়ে থানার ওসি মাহবুব আলম, রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোঃ জহিরুল ইসলাম, উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সিকদার, উখিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ানুর রহমান সহ দলের আরো নেতৃবৃন্দ এবং শাহপুরী হাইওয়ে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর