আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

১ লাখ ৮২ হাজার টাকার চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করলো সাতকানিয়া থানা পুলিশ


আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার মৌলভির দোকান এলাকায় দাওয়াতি মেহমান সেজে অভিনব কায়দায় চুরি, স্বর্ণ উদ্ধার সহ আসামী গ্রেফতার করলো সাতকানিয়া থানা পুলিশ।৭(নভেম্বর ২০২৪) বিকাল অনুমান ৩.৪৫ টার দিকে উপজেলার ১১নং কালিয়াইশ ইউনিয়ন ০৭নং ওয়ার্ডের মৌলভীর দোকান ইকবাল কনভেনশন হল-১এর প্রবেশ গেইটের সামনে এই অভিযান পরিচালক করে সাতকানিয়া থানা পুলিশ।ভুক্তভোগী নুরুল এমরান সোহেল(৩৩)সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে-রসুলাবাদ, মিয়া ড্রাইভারের বাড়ী, ০৩নং ওয়ার্ড,এলাকার শফিউল আলমের পুত্র।গ্রেফতারকৃত কালা বানু (২৬)স্বামী-আব্দুর রাজ্জাক,জাহানু বেগম(৩৫), স্বামী-মোঃ আলম,কক্সবাজার রামু উপজেলার খুনিয়াপালং, স্কুল পাহাড়, ০৩নং ওয়ার্ড,এলাকার বাসিন্দা। ছেনোয়ারা বেগম(৩৫)একই জেলার উখিয়া কুতুপালং ক্যাম্প ১৮, লাইন এলাকায় বাস করে।পুলিশ সূত্রে জানা যায় সাতকানিয়া থানাধীন ১১নং কালিয়াইশ ইউপির ০৭নং ওয়ার্ডের অর্ন্তগত মৌলভীর দোকান নামক স্থানে ইকবাল কনভেনশন হল-১এর প্রবেশ গেইটের সামনে বাদীর ছোট বোনের বিবাহ উপলক্ষে ক্রয়কৃত একটি ০১টি ২২ ক্যারেটের স্বর্ণের নেকলেস, ওজন ১ ভরি ৬ আনা ১ রতি ৬ পয়েন্ট, (মূল্য ১,৮২,০০০/- টাকা) কে বা কাহারা চুরি করে নিয়ে যায়।উক্ত সংবাদের ভিত্তিতে, সাতকানিয়া থানা,টিম তদন্ত কাজ শুরু করে।সাতকানিয়া থানাধীন মৌলভীর দোকান নামক স্থানে ইকবাল কনভেনশন হল-১ এর প্রবেশ গেইটের সামনে ০৩ জন মহিলাকে ০২টি ছোট সন্তানসহ সন্দেহ জনক ভাবে ঘুরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ০৩ জন মহিলাকে গ্রেফতার করা হয়।জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাদীর চুরি হয়ে যাওয়ার স্বর্ণের বিষয়ে স্বীকার করে আসামী কালা বানুবতাহার কোমর হতে বর্ণিত চুরি হয়ে যাওযা ০১টি ২২ ক্যারেটের স্বর্ণের নেকলেস, ওজন ১ ভরি ৬ আনা,নিজ হাতে বাহির করে দেয়,যার বাজার (মূল্য এক লক্ষ বিরাশি হাজার টাকা,জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, উক্ত আসামীরা বিভিন্ন কমিউনিটি সেন্টার হাসপাতালেসহ বিভিন্ন জনসমাগম স্থানে ছোট ছোট সন্তানসহ মেহমান/রুগি হিসেবে ছদ্দবেশ ধারনকরে ভূক্তভোগীদের নিকটে থাকা স্বর্ণ, নগদ টাকা, মোবাইল ইত্যাদি সহ মূল্যবান জিনিসপত্র কৌষলে চুরি করে কক্সবাজার রামু এলাকায় পুনরায় চলে যায় মর্মে স্বীকার করে। উক্ত আসামীদের বিরুদ্ধে সাতকানিয়া থানার মামলার রুজু হয়েছে।সাতকানিয়া থানার অফিসার্স ইনচার্জ মোস্তফা কামাল বলেন,গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে,আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর