আজ ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু


মোঃ সরওয়ার আলম চৌধুরী, বাঁশখালী 

চট্টগ্রামের বাঁশখালীতে গোয়ালঘর মেরামত করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মো. জসিম উদ্দিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পাতলা মার্কেট সংলগ্ন ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাম্বল ওয়াজর বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত জসিম উদ্দিন ওই এলাকার নুরুল হকের পুত্র। জসিম উদ্দিন পেশায় রাজমিস্ত্রি ছিলেন। পাশাপাশি কৃষিকাজও করতেন। তার ৫ বছর ও ৩ বছরের দুই কন্যাশিশু আছে।

নিহতের চাচাতো ভাই মো. আবু হানিফ বলেন, ‘জসিম উদ্দিন তার বাড়ির পাশে পুরাতন গোয়ালঘর মেরামতের কাজ করতে গিয়ে অসতর্কতাবশত বৈদ্যুতিক তারে হাতের স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাম্বল বাজারে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।

রোগীর স্বজনরা তাকে নগরীর বেসরকারি হাসপাতাল পার্কভিউতে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ‘গোয়ালঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। তবে ঘটনায় পরিবারটি কোনো অভিযোগ করেনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর