রিয়াজ উদ্দিন:
সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় কৃষি পণ্য সরবরাহ করার উদ্দেশ্যে স্বল্প মূল্যের কৃষি পণ্যের বাজার- “কৃষকের বাজার”-উদ্বোধন করেন কক্সবাজার সদর উপজেলা ইউএনও।
৩রা নভেম্বর (শনিবার) বিকেল ৪.০০ঘটিকায় কক্সবাজার সদর উপজেলা বাজারে কক্সবাজার সদর উপজেলা কৃষি ও প্রাণিসম্পদ অফিসের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন, সদর কক্সবাজারের উদ্যোগে উপজেলা বাজারের পাশে ন্যায্য মূল্যের বাজার স্থাপিত হয়।
এসময় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সদর উপজেলা ইউএনও বলেন, প্রাথমিকভাবে দুটো দোকান দিয়ে শুরু করা হয়েছে, ন্যায্য মূল্যের বাজারটা মূলত কৃষকের। কৃষক সরাসরি তার উৎপাদিত পণ্য (সবজি) এ বাজারে নিয়ে আসছে এবং ক্রেতারাও সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য ( সবজি) ক্রয় করতে পারছে। এখানে কোন তৃতীয় ব্যক্তি নেই। তাই কৃষকও ন্যায্য মূল্য পাচ্ছে, ক্রেতারাও সঠিক দামে ক্রয় করতে পারছে।
কৃষকের বাজারের দোকানগুলোতে মূল্য তালিকা টাঙ্গানো থাকায় বাজারের অন্যান্য সবজির দোকানগুলোতেও আজ সবজির মূল্য তালিকা টাঙ্গানো হয়েছে।এতে ক্রেতাগন মূল্য তালিকা দেখেই সবজি ক্রয় করতে পারবেন। তিনি আরো বলেন, প্রথম দিনেই স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। নিত্যপণ্যের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে উপজেলা পর্যায়ে ন্যায্য মূল্যের কৃষকের বাজার এই কার্যক্রম উপজেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বসানোর পরিকল্পনা রয়েছে।
Leave a Reply