আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খুলনায় জাতীয় পার্টির মহানগর ও জেলা অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুর


খুলনা সংবাদদাতা :

খুলনায় জাতীয় পার্টির মহানগর ও জেলা অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে একদল বিক্ষুদ্ধ ছাত্র জনতা। শনিবার (২ নভেম্বর) সন্ধায় ৬ টার দিকে নগরীর ডাকবাংলা মোড়ে অবস্থিত জাতীয় পার্টির অফিসে এ হামলা চালায়।

এ ঘটনার পর ডাকবাংলা এলাকায় আতংক বিরাজ করছে।আশ পাশে দোকান পাট বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। স্থানীয়রা জানান সন্ধ্যা ৬ টার পর বিক্ষুদ্ধ ছাত্র জনতা মিছিল সহকারে ডাকবাংলা মোড়ে আসে। তারা মোড় হতে জাতীয় পার্টির খুলনা মহানগর ও জেলা কার্যালয়ে ভেতরে প্রবেশ করে চেয়ার,টেবিল সহ আসবাবপত্র ভাংচুর করে।পরে ভাংচুর করা মালামাল বাহিরে নিয়ে অগ্নিসংযোগ করে।পরে তারা জাতীয় পার্টির নেতৃবৃন্দের বিরুদ্ধে শ্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের নেতা সাজেদুল ইসলাম বাপ্পির কাছে জানতে চাইলে তিনি বলেন, উত্তেজিত জনতা জাতীয় দালাল ও ফ্যাসিস্টদের প্রধান সহযোগী জাতীয় পার্টির অফিস ভাংচুর করেছে। সড়কে আগুন জালিয়ে প্রতিবাদ করেছে বলে আমরা খবর পেয়েছি। এর সাথে বৈষম্য বিরোধী ছাত্রদের কোন সম্পৃক্ততা নেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর