শ.ম.গফুর, ভ্রাম্যমাণ প্রতিবেদক:
টেকনাফের লেদা বিওপি সংলগ্ন নাফনদে অভিযান পরিচালনা করে ৩জন ডাকাত দলের সদস্য, একটি দেশীয় তৈরী এলজি এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে টেকনাফ-২ ব্যাটালিয়ন বিজিবি’র সদস্যরা।২৯ অক্টোবর দিবাগত রাতে লেদা বিওপির জোয়ানরা এ অভিযান চালান।৩০ অক্টোবর টেকনাফ -২ ব্যাটালিয়ন সুত্র এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানিয়েছেন,২ বিজিবিরঅধীনস্থ লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১১ হতে আনুমানিক ৫শত গজ দক্ষিণ-পূর্ব দিকে নাফ নদের কিনারায় এপারে পার্শ্বে লেদা খালেরমুখ হতে একটি নৌকা দিয়ে কিছু ডাকাত দলের সদস্য টেকনাফ শহরের দিকে গমন করবে। উক্ত তথ্যের ভিত্তিতে লেদা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল লেদা খালেরমুখ এলাকায় গমন করতঃ একটি নৌকা নিয়ে নাফ নদীর কিনারায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক রার ১১ টারদিকে টহলদল ৩জন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদ দিয়ে টেকনাফ শহরের দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পূর্ব হতেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি’র নৌ টহলদল তাদেরকে ঘেরাও করতঃ আটক করতে সক্ষম হয়।
এ সময় আটককৃতদের তল্লাশী করে তাদের নিকট হতে একটি দেশীয় তৈরী এলজি এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা বিভিন্ন সময় টেকনাফ এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট, দোকান এবং বাড়ী-ঘরে ডাকাতি করে থাকেন।
আটককৃত ডাকাত দলের সদস্যরা হলেন, এনায়েতুল্লাহ (২৬), পিতা-আবু আহমেদ, ১৫ নম্বর জামতলি এফডিএমএন ক্যাম্প, থানা-উখিয়া,মোহাম্মদ আলম (২৩), পিতা-আব্দুল জব্বার, ১৫ নম্বর জামতলি এফডিএমএন ক্যাম্প ও মোহাম্মদ ইয়াছিন (২৯), পিতা-নূর মোহাম্মদ, ২২ নম্বর উনচিপ্রাং এফডিএমএন ক্যাম্প, টেকনাফের আশ্রিত রোহিঙ্গা। আটককৃত ডাকাত দলের সদস্যদেরকে অস্ত্র ও গোলাবারুদসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply