শ.ম.গফুর, ভ্রাম্যমাণ প্রতিবেদক:
উখিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে ৯টি মামলায় ৩৮হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কোর্টবাজার স্টেশনে বাজার মনিটরিং করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ।এ সময় জেএসআর শপিংমল কোর্টবাজার শাখায় ২ হাজার টাকা অর্থদণ্ডসহ পাঁচ দোকানিকে মোট ১৮হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। মূল্য তালিকা টাঙানোর জন্য সবাইকে সতর্কবার্তা প্রদান করেন এ কর্মকর্তা। অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম সহ পুলিশের টিম উপস্থিত ছিলেন।
একইদিন উখিয়া সদরে বাজার মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ। উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে ৪টি মামলায় ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ জানান,নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উখিয়া সদরে মনিটরিং করা হয়। মূল্য তালিকা না থাকায় অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply