আজ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবাশীষ পাল দেবুর বিক্ষোভ মিছিল


বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৯ সেপ্টেম্বর বিকাল ৪ টায় সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গন থেকে সারাদেশে জামায়েত-বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়ে কালী বাড়ির মোড় হয়ে নিউ মার্কেট নতুন ষ্টেশন ঘুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে কোতোয়ালি মোড়ে এক সমাবেশে মিলিত হয়।

যুবলীগ নেতা জাকের আহমেদ খোকনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সফিউর রহমান টিপু,মোস্তাকিন আহমেদ গুড্ডু, এস এম আতিকুর রহমান, মোঃ লোকমান,রায়হান নেওয়াজ সজিব, মারুফ আহমেদ ছিদ্দীকী, মোঃ ইমতিয়াজ বাবলা
জাহিদ হোসেন খোকন, মোঃইসমাল, কাজী মোঃ আরিফ,মোঃসালাউদ্দিন,মোঃসোহেল,সরোয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, মোঃশরীফ, মোঃসোহেল, এমরান হোসেন,মনিরুল হক, যুবায়ের হোসেন অভি,ফারুক হোসেন সুমন,রমজান আলী, সাদ্দাম হোসেন জয়,আবু নাছের জুয়েল, আলী নুর,মোঃ জুয়েল, মাকসুদুর রহমান, আবদুল মোমিন রাজু, জাবেদ, রাশেদ, সাজ্জাদ, তানভীর বিন হাসান,মোঃ আরমান,শহীদুল ইসলাম শহীদ,অপু দাশ, কোরবানি আজাদ, তারিকুল ইসলাম টারজান, আরজু, খোকন, মোমিনুল হক, মোঃ রোকন উদ্দিন,আনিসুর রহমন শরীফ,জাহিদুল আলম আলো,মোঃ মাসুম, আলাউদ্দিন সোহেল,হৃদয় কুমার দাশ,জুয়েল আকবর, সৈয়দ সুলতান,আবিদ হাসান, ইফতেখার ইফতি,সৌরেন বড়ুয়া রিও, নজরুল ইসলাম টিপু,  হারুন রশীদ সামিউল,মোঃ সাইফুল হাসান,ইমরানুল ইসলাম তুহিন,সৈয়দ হাসান,  মোঃ রিমন, মামুন হোসেন আবির, রুবি আক্তার,সজীব কান্তি দাশ মোঃ নবী, মোঃ সাকিব, কামরুল হাসান, অজিত দাস, আরাফাত হোসেন, আলাউদ্দিন দিপু আলী, সাইদুল,ফজল,মাহাবুব হাসান জনি,দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন,কায়সার অভি, আরাফাত রাহাত, তারেক,জাহিদ হাসান, মোবারক.রিপন বিশ্বাস,
রাহুল,সাকিল,আকাস,তুষার,ফয়সাল, আশিকএরশাদ রুবেল,মানিক, জাবেদ, বাপ্পা,সোহাগ,আজিজ,ইফতি মোঃ আবছার,মেহেদী হাসান শুভ ফাহিম, রায়হান সামিন ফয়সাল রাতুল,কাওসার রাজু, মোঃ পারভেজ,অপু সরকার রাকেশমাসুদ রাজেশ দাশ ইমরান প্রমুখ।

সমাবেশ দেবাশীষ পাল দেবু বলেন, ১৯৭৫ পরবর্তী সময়ে আমরা যারা এই প্রজন্ম বড় হয়েছি পাঠ্যপুস্তকসহ রাজপথেও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে পারি নাই। ইতিহাস বিকৃতির মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মকে নষ্ট করে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল বিএনপি। আজ বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের প্রকৃত ইতিহাস ফিরে এসেছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সেই মুহূর্তে বিএনপি তাদের মিথ্যাচার শুরু করেছে। তিন চার বছর ধরে আপনাদের খবর নেই এসি রুমে বসে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীলনকশা এঁকেছেন। আর নির্বাচন এলেই জ্বালাও-পোড়াও, নৈরাজ্য, সন্ত্রাস করেন। এ কারণেই এদেশের জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে আগামী দিনেও জনগণ আপনাদের পাশে থাকবে না।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর