রবিউল ইসলাম, বগুড়া
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়ন এর ভাইয়ের পুকুর বাজার থেকে বেতগাড়ী মীর শাহে আলমের অটো মেটিক রাইচ মেল পর্যন্ত দীর্ঘ ৩ কিলোমিটার রাস্তা জুড়েই বেহাল অবস্থা,ভাঙ্গা ও খানা খোন্দকে জর্জরিত এবং একটু বৃষ্টি হলেই যানবাহন চলাচলে ব্যহত হয় এবং প্রায় সময় দুর্ঘটনা ও ঘটে।
এই রোডে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এখানকার ছাত্র ছাত্রীদের স্কুল কলেজে যেতে অনেক বিলোম্বো হয়। এবং ফ্যাসিস্ট নির্যাতনকারী জুলুমকারী অত্যাচারী ও স্বৈরশাসকের শেখ হাসিনা সরকারের আমলের এখানকার সাবেক এমপি বগুড়া শিবগঞ্জ ৩৭ আসনের এমপি জনাব শরিফুল ইসলাম জিন্নাহ্ সাহেব দীর্ঘ ১৬ বছর ধরে রাস্তার সংষ্কার কাজ না করে বহুবার মিথ্যা আশ্বাস দিয়েই গেছে কিন্তুু কাজের কাজ কিছুই করে নাই,তার প্রতিফল পাচ্ছে এখানকার জনগণ।
Leave a Reply