আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উপযুক্ত পরিবেশে নির্বাচন আয়োজনে আমরা বদ্ধপরিকর: আফম খালেদ হোসাইন


এইচ.এম.সাইফুদ্দীন, ফটিকছড়ি:

ফটিকছড়ি জামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসার বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশের অন্তরবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালেদ হোসাইন বলেন, আমরা ক্ষমতা ভোগ করতে দায়িত্ব গ্রহণ করেনি। রাজনৈতিক দল যাতে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার করতে পারে সেজন্য সুন্দর পথ সৃষ্টির ক্ষেত্রে আমরা আন্তরিক হয়ে কাজ করছি। ইতোমধ্যে আমরা নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজানোর কাজে বেশ মনোযোগী। উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে আমরা বদ্ধপরিকর।

দেশের নাজুক পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণের বিষয়টি আলোচনা করতে গিয়ে ধর্ম উপদেষ্টা আরো বলেন, আমরা যে মুহুর্তে ক্ষমতা গ্রহণ করেছি সে মুহুর্তে দেশে নাজুক পরিস্থিতি বিরাজমান ছিলো। রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক সংকট সহ নানামুখী জাতীয় সমস্যার মুখোমুখি হতে হয়েছে। বর্তমানে সকলের আন্তরিক সহযোগিতার ফলে এসব সংকট কাটিয়ে ওঠতে পারছি। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণ আরো বেশি প্রসারিত হবে।

আলেম ওলামাদের মর্যাদা ও অবদান চিরস্মরণীয় এমন মন্তব্যে জামিয়ার হাজারো মানুষের উপস্থিতিতে তিনি আরো বলেন, কোনো অপশক্তি চাইলে এদেশের ইসলামের ওপর আঘাত করতে পারবেনা। এদেশের ইতিহাসে যতোবার ইসলামের দুষমনরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে ততোবার আলেম ওলামারা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছে। দেশ ও জাতির প্রয়োজনে এদেশের আলেম ওলামাদের ভৃূমিকা চিরস্মরণীয়। এজন্যে আমরা তাঁদের মর্যাদা সুরক্ষায় আন্তরিক থাকতে হবে।

জামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসা মহাপরিচালক আল্লামা শাহ সালাহ উদ্দীন নানুপুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ফটিকছড়ি বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী,বিএনপির নেতা কাজী রোমানসহ মাদ্রাসার সিনিয়র শিক্ষকবৃন্দ, সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর