আজ ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্ণফুলী নদীতে ১৭০টি দূর্গা বিসর্জন


নুরুল আবছার চৌধুরী, চট্টগ্রাম উত্তর সংবাদদাতা:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও কাপ্তাই উপজেলায় নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কর্ণফুলী নদীতে নৌ র‍্যালীর মাধ্যমে গত রোববার সন্ধ্যায় রাঙ্গুনিয়ায় ১৬২টি ও কাপ্তাই উপজেলায় ৮টি প্রতিমা বিসর্জন দেওয়ার সময় সনাতনী সম্প্রদায়ের হাজার হাজার ভক্ত ঢাক ঢোলের প্রতিধ্বনিতে কর্ণফুলী নদী ও বিভিন্ন পুকুরের পাড় মুখরিত হয়ে উঠে। রাঙ্গুনিয়া পুজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্য ওম প্রকাশ বলেন, রাঙ্গুনিয়ায় পৃথক পৃথক ভাবে কর্ণফুলী ও বিভিন্ন পুকুরে নৌ র‍্যালী ও সাস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দূর্গোৎসবের সমাপ্তি ঘটেছে।

এদিকে কাপ্তাই উপজেলায় নৌ র‍্যালী, বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। সাবেক অতিরিক্ত সচিব ও কাপ্তাই উপজেলা সাবেক ইউএনও বাবলু কুমার সাহার সভাপতিত্বে কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্ত ও সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস অমিতের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জোবাইদা আক্তার, কাপ্তাই  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন,  কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি)  স্বরূপ মুহুরী, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম, কাপ্তাই থানার ওসি মো. মাসুদ, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ, বিএনপি নেতা দিলদার হোসেন, লোকমান আহমেদ, অরুপ মুৎসুদ্দি, পুজা পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু প্রমুখ। পরে সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় গান ও নৃত্য অনুষ্ঠিত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর