রাঙ্গুনিয়া প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আশি-নব্বই দশকে আন্দোলন সংগ্রামে ছাত্র নেতৃবৃন্দের একত্রিতকরণ উপলক্ষে মতবিনিময় সভা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে শনিবার (১২ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম খোকন।
সাবেক ছাত্রদল নেতা নুরুল আজিমের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম টিপু, ফজলুল হক, কাজী মোহাম্মদ আইয়ুব, নুরুল কবির, মোহাম্মদ হোসেন, হাবিবুর রহমান হাবিব, আবুল কালাম আজাদ খান, মোহাম্মদ কামাল চৌধুরী, সৈয়দ আহমদ, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, সৈয়দ মোহাম্মদ নূর, মির্জা মোহাম্মদ খোকন, মোহাম্মদ মহসিন, মোজাফফর হোসন, মোহাম্মদ আইয়ুব, আব্দুল মান্নান রনি, নুরুল আবছার, মোহাম্মদ কাশেম, ওমর কাইয়ুম, লিয়াকত আলী, মোহাম্মদ জাফর আহমদ, আইয়ুব আলী প্রমুখ।
সভায় রাঙ্গুনিয়া পৌরসভা ও উপজেলার প্রতিটি ইউনিয়নের সাবেক ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। দলের প্রতি তাদের ত্যাগ এবং বর্তমান ছাত্ররাজনীতির প্রেক্ষাপট তুলে ধরেন তারা। প্রতিটি ইউনিয়নের ৮০-৯০’র দশকের সাবেক সব ছাত্রদল নেতাদের অংশগ্রহণে বৃহত্তর পুনর্মিলনীর আয়োজন করা হবে বলে জানান নেতৃবৃন্দ। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করা হয়।
Leave a Reply