আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল নার্সদের কর্মবিরতি


অনলাইন ডেস্ক

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে এডহক কমিটি ঘোষণার এক দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছে হাসপাতালের নার্সরা। আজ শনিবার (১২ অক্টোবর) সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত এই ধর্মঘট পালন করা হয়। তবে আগামী সোমবারের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণার হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।

তাদের অভিযোগ গত কমিটির অনেকে পদত্যাগ করে চলে গেছেন। তবে ঐ কমিটির আত্মীয়স্বজন অনেকে দায়িত্বরত থাকলেও এখনো তারা আসছে না।

আন্দোলনকারীরা জানান, আমাদের এই আন্দোলন ৫ তারিখ থেকে চলছে। আমরা অবৈধ কমিটি বাতিল করে দিছি। আগের কমিটিতে আত্মীয়স্বজন যারা আছে তারা পদত্যাগপত্র দিয়ে চলে গেছে। আমাদের কর্মসূচি এখনো চলমান। আজকে আমরা কর্মবিরতি ডাকছি। সোমবারের মধ্যে যদি জেলা প্রশাসক এসে দায়িত্ব বুঝে না নেন বা এডহক কমিটি না বসায় তাহলে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করবো। আমাদের এক দফা দাবি প্রশাসক নিয়োগ চাই। এডহক কমিটি একটি সুষ্ঠু নির্বাচন দিবে। নির্বাচনে যোগ্য ব্যক্তি যে আসবেন সে এই হাসপাতাল পরিচালনা করবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর