আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারে ৬ ডাকাত-ছিনতাইকারী গ্রেফতার: দেশীয় অস্ত্র সরঞ্জাম উদ্ধার


শ.ম.গফুর উখিয়া কক্সবাজার >>> কক্সবাজারের কলাতলী বীচ এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত-ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৫।হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকায় সারাদেশের ভ্রমণ পিপাসু পর্যটকরা পর্যটন শহর কক্সবাজারে আগমন বাড়ছে। কলাতলী বীচ এলাকার একটি ছিনতাইকারী চক্র উক্ত পর্যটকদের টার্গেট করে সর্বস্ব ছিনতাই, তাদের আটক করে মুক্তিপণ আদায়সহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডের পরিকল্পনা করছে মর্মে তথ্য পায় র‌্যাব-১৫।

র‌্যাব’র, অভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে,সদর থানার-পৌরসভার ডলফিন মোড়স্থ একটি হোটেল এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে সন্দেহভাজন লোকজন অবস্থান করছে।এ তথ্যের ভিত্তিতে ১০ অক্টোবর দিবাগত এগারো টারদিকে র‌্যাব-১৫ সিপিএসসি ক্যাম্পের একটি অভিযানিক দল বর্ণিত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।এ সময় র‌্যাব দলের উপস্থিতি বুঝতে পেরে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ দিকবিদিক দৌড়ে পালানোর চেষ্টাকালে চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের তল্লাশী করে ৩টি ছুরি, ১টি হাতুড়ি, ১টি টর্চ লাইট, ১টি ছোট লোহার শাবল এবং ২টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,মোঃ নুরুচছফা (২৬), পিতা-নুরুল ইসলাম, মাতা-সখিনা বেগম,দক্ষিণ ঘোনারপাড়া,মোঃ রুবেল (২০), পিতা-সিরাজ, মাতা-রওশন আরা বেগম,সমিতিপাড়া,মাহমুদুল হাসান (২০), পিতা-আমান উল্লাহ, মাতা-ফাতেমা বেগম,সমিতিপাড়া,মোঃ আয়াছ (১৯), পিতা-মোঃ মতলব, মাতা-মৃত দিল বাহার,সমিতিপাড়া,
মোঃ রমজান (২০), পিতা-রিয়াজ, মাতা-মর্জিনা বেগম,সমিতিপাড়া, মোঃ রফিক (১৯), পিতা-
মোঃ আঃ সালাম, মাতা-হোসনে আরা বেগম, সমিতিপাড়া, পৌরসভা-থানা-কক্সবাজার সদর,কক্সবাজার।উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে র‍্যাব-১৫’র প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর