সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নির্দেশনায় পতেঙ্গায় বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন চট্টগ্রাম মহানগর কৃষকদল আহ্বায়ক মো. আলমগীর।
গতকাল ১০ অক্টোবর রাত ৯ টায় পতেঙ্গা উত্তরণ সংঘ পূজা উদযাপন পরিষদের পুজা মণ্ডপ পরিদর্শনকালে চট্টগ্রাম মহানগর কৃষকদল আহ্বায়ক মো. আলমগীর বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সম্প্রতির দেশ। চলমান দুর্গাপূজা উপলক্ষে যেকোনো অপ্রীতিকর ঘটনা হলে তাৎক্ষণিক ভাবে আইন প্রয়োগকারী সংস্থা ও আমাদের দলীয় নেতৃবৃন্দকে জানাবেন। শারদীয় দুর্গাপূজায় সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি ।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর কৃষক দলের সদস্য সচিব সাবের আহমদ টারজেন, যুগ্ন সম্পাদক ইয়াসিন রেজা রাজু, মহানগর কৃষক দল নেতা মো.সালাউদ্দিন,মোহাম্মদ সেকান্দার, মো. মাহবুব, মো. জাহাঙ্গীর, মোহাম্মদ আফসার, আব্দুল কাদের, মোহাম্মদ আজাদ, মো. জসিম জিয়া, রানা,হারুন কোম্পানি,পতেঙ্গা উত্তরণ সংঘ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কাটগড় জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির উপদেষ্টা রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী সুজন মজুমদার প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক
Leave a Reply