উন্নত চিকিৎসাসেবা সর্বসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সুলভে মানসম্মত রোগ নির্ণয়ের জন্য চন্দনাইশ উপজেলা ও পৌরসভা সদরে যাত্রা শুরু করেছে “চন্দনাইশ ডায়াগনস্টিক সেন্টার”। ১০ অক্টোবর বিষুদবার সকালে বর্ণিল কর্মসূচির মাধ্যমে চন্দনাইশ থানা ও হাসপাতাল সড়কের মৌলভীবাড়ি গলি সংলগ্ন শাহ আমিন সিটি সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত এ প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল ফিতা কাটা, কেক কাটা, আলোচনা সভা এবং মুনাজাতসহ দোয়া মাহফিল, মিষ্টি বিতরণ ইত্যাদি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ আমিন সিটি সেন্টারের স্বত্বাধিকারী আলহাজ্ব শামসুল আলম। চন্দনাইশ ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক মো. মোসলেম উদ্দিন প্রতিষ্ঠানটির অন্যান্য পরিচালক যথাক্রমে মো. মিজান উদ্দিন, জাহাঙ্গীর আহমেদ, মো. পারভেজ, শওকত আহমেদ, মো.জমির উদ্দিন, মো. তারেক, হেলাল উদ্দীন প্রমুখকে সাথে নিয়ে ল্যাবের শুভ উদ্বোধন করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানা সদর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মো. ওসমান গনি, মো. মোজাম্মেল হক বাবুল, আব্দুল আজিজ, মাওলানা আবদুল্লাহ, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাংবাদিক জেবিআর আরজু, সাংবাদিক ফয়সাল চৌধুরী, সাংবাদিক আমিনুল্লাহ টিপু, সাংবাদিক মো. ওমর ফারুকসহ ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মানসম্মত চিকিৎসাসেবা সহজলভ্য ও সুলভ মূল্যে রোগ নিরূপণী ব্যবস্থাদি সাধারণ মানুষের নাগালে রাখতে এ প্রতিষ্ঠানের শোভাযাত্রা বলে জানা যায়। ঢাকা-চট্টগ্রামের সাথে মানের প্রতিযোগিতায় চন্দনাইশ একধাপ এগিয়ে যাবে বলে জানান ডিরেক্টররা।
চন্দনাইশবাসী সেবার এমন প্রতিষ্ঠানটিকে স্বাগত জানিয়ে মানুষকে সুন্দরভাবে চিকিৎসা প্রদানের আহ্বান জানান। এ অঞ্চলের রোগীদের চিকিৎসা সেবা দিতে বিশেষজ্ঞ চিকিৎসক ও উন্নত যান্ত্রিক সুবিধায় সকল ধরণের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সেবা প্রদান করবে চন্দনাইশ ডায়াগনস্টিক সেন্টার।
সৈয়দ শিবলী ছাদেক কফিল:
Leave a Reply