আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র সংঘের সেমিনার ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত


রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি >>> ট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র সংঘের আয়োজনে কোটা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে সেমিনার ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।শনিবার(৫ অক্টোবর) সকাল ১১টায় রাজানগর রানীরহাট কে.বি.এস কনভেনশন হলে বৈষম্য বিরোধী ছাত্র সংঘের আহবায়ক মুহাম্মদ ওমর ফারুক’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহসিন কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ আজিজ, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ মিয়া চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা দাতা সদস্য পেয়ার উদ্দিন মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল, অর্থ সম্পাদক ইউছুপ কামাল, উপজেলা জামাতে ইসলামীর আমির মুহাম্মদ হাসান মুরাদ, চট্টগ্রাম পেশাজীবী ফোরামের সভাপতি মুহাম্মদ ইলিয়াছ, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহেদুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নেতা কাজী রকিবুল হাসান মাসুদ,

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন মাহমুদ চৌধুরী, ছাত্রদলের সদস্য সচিব হেলাল আহমদ, সমাজসেবক আহমদ নবী, আইয়ুব বাচ্চু, নুরুল আবছার, ডা.খায়রুল আলম, ইঞ্জিনিয়ার ওয়াহিদা চৌধুরী পিংকি, উপজেলা ছাত্রদল নেতা জমির উদ্দিন ইমন।

বৈষম্য বিরোধী ছাত্র সংঘের সদস্যদের মধ্যে বক্তব্য দেন মুহাম্মদ সাইফুল সলাম, মুহাম্মদ শাকিবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে কুই প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

এদিকে সকাল ১০টায় উপজেলার রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজে কোট আন্দোলনে শহীদদের স্মরণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট সাড়ে ৪’শ শিক্ষার্থী অংশ গ্রহন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর