অনলাইন ডেস্ক
জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা দিতে হবে, এমন রায় পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে বিব্রতবোধ করেছেন হাইকোর্টের এক বিচারপতি।পরে আগের দেওয়া সেই রায় প্রত্যাহার করে নেয় আদালত। এরপর পুনর্বিবেচনার জন্য এই মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।
আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।
জানা গেছে, গত ৪ আগস্ট বিচারপতি খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ ৬৬৬ কোটি টাকা পরিশোধের যে রায় দিয়েছেন সেটি লেখার সময় কনিষ্ঠ বিচারপতি দেখেন একসময় তিনি নিজেই রাষ্ট্রপক্ষের হয়ে মামলাটি শুনানি করেছিলেন। কাজেই এ রায় তিনি দিতে পারেন না। নিয়মানুযায়ী এটি শুনানির জন্য এখন প্রধান বিচারপতি নতুন বেঞ্চ ঠিক করে দেবেন।
এর আগে, ৪ আগস্ট ড. ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। এর ফলে ড. ইউনূসকে সরকারকে ওই পরিমাণ টাকা পরিশোধ করার কথা ছিল।
Leave a Reply