আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বড় মহেশখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


সরওয়ার কামাল, মহেশখালীঃ

১লা অক্টোবর মহেশখালী উপজেলার বড় মহেশখালী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১লা অক্টোবর সকাল ৭টায় বড়মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরাঘোনা এলাকায় একটি পান বরজের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় বরজ মালিক। পরে মহেশখালী থানার পুলিশ লাশটি উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগে তাকে হত্যা করে লাশটি এখানে রেখে গেছে দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, অজ্ঞাত একটি লাশের খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল রিপোর্টের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। কে বা কারা এই লাশটি এখানে রেখে গেছে এবং এর পেছনের ঘটনা কি তা খতিয়ে দেখতে কাজ করছে মহেশখালী থানার পুলিশ।

স্থানীয়রা জানায়, ওই লাশের পরনে একটি হলুদ প্যান্ট ছিলো বয়স আনুমানিক ৩০ বছর। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় সনাক্ত কঠিন হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর