আজ ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে পরিত্যক্ত অস্ত্র উদ্ধার 


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশে র্যাবের অভিযানে ৬টি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড উদ্ধার হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা যায়নি। জানা যায়, ২৯ সেপ্টেম্বর রোববার রাতে অভিযান চালিয়ে ৬ টি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে চট্টগ্রাম র্যাব-৭।

গত রোববার দিবাগত রাত সাড়ে ১০ টার সময় উপজেলার বরকল ইউনিয়নের বরকল বাংলাবাজার সংলগ্ন একটি মেহগনি গাছের গোড়ায় ঝোপঝাড়ের ভিতর লুকিয়ে রাখা এ সব আগ্নেয়াস্ত্র। পরিত্যক্তবস্থায় উদ্ধার করা হয়।

এয়ারগান, ১ টি বাটবিহীন চায়না রাইফেল, ১টি বাটবিহীন থ্রি নট থ্রি, ৩ টি দেশীয় একনলা বন্দুকসহ ৩ টি শটগানের গুলি। পরে চট্টগ্রাম জেলাস্থ পতেঙ্গায় অবস্থিত র্যাব-৭ এর এস আই (নিঃ) রতন কুমার জব্দকৃত মালামাল চন্দনাইশ থানা পুলিশে হস্তান্তর করেন। এ সব তথ্য দেন, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ইমরান আল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর