রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মহিউদ্দিন (৪৫)নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত মহিউদ্দিন রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের নজরেরটিলা কাজীবাড়ি এলাকার মরহুম আজিজুল ইসলামের ছেলে।
নিহতের ভাই নিজাম উদ্দিন জানান, তার ভাই নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। শুক্রবার বাড়ির পাশের একটি নির্মাণাধীন বহুতল ভবনে শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন। কাজ করার একপর্যায়ে দুর্ঘটনাবশত ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন মহিউদ্দিন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়া হলে দু’দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। সংসারে তাঁর স্ত্রী ও চার বছর বয়সের একটা কন্যা সন্তান রয়েছে।
Leave a Reply