আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মিথ্যা ধর্ষণ মামলায় ১১ মাস পরে জামিন পেলেন সাংবাদিক সুমন


নুসরাত জাহান নিশু,,রাজস্থলী >>> দীর্ঘ ১১মাস পর জা‌মি‌নে মু‌ক্তি পে‌য়ে‌ছেন দৈ‌নিক আজকা‌লের সংবাদ প‌ত্রিকার তিন পার্বত‌্য জেলা ব‌্যু‌রো প্রধান ও বাংলা বা অন্য নিউজের এস্টাফ রিপোর্টার মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি MTPS. (মাতপস্) এর তিন পার্বত‌্য জেলার সমন্বয়ক মো: সুমন (৩৪)।

গেল বুধবার ১৮‌সে‌প্টেম্বর রাঙ্গামাটির বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত তাকে জামিনে মুক্তি দিয়েছেন। সুমন খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গার উপ‌জেলার তবলছ‌ড়ি কু‌মিল্লাটিলার মৃত: আব্দুল মজিদের ছে‌লে।
জানা যায়, পেশাগত ও বৈবা‌হিক কার‌ণে দীর্ঘ ১৫ বছর যাবৎ রাঙ্গামা‌টির চন্দ্রঘোনা রাজস্থলী উপ‌জেলার বাঙ্গালহালিয়া এলাকার শ‌ফিপু‌রে স্থায়ী ভা‌বে বসবাস ক‌রেন। জায়গা জ‌মি নি‌য়ে দ্ব‌ন্দ্বের জে‌রে প্রতিবেশী মোঃ জসিম উদ্দিনের মে‌য়ে মোছা-কুলসুম আক্তার (২৯) না‌মে এক গৃহী‌নি বা‌দি হ‌য়ে ২০২৩ সা‌লের ৩ আগষ্ট রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ‌্যা মামলা ক‌রেন। মামলা হওয়ার পর মোঃ সুমন মাননীয় হাইকোর্ট থেকে আগাম জামিনে এসে গত ১১ অ‌ক্টোবর/২০২৩ইং সা‌লে আত্ব সমর্পণ করেন। এসময় বিজ্ঞ চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালত তাকে জামিন নামন্জুর করে বি‌ধি মোতা‌বেক জে‌ল হাজতে প্রেরণ করেন।

মামলার তা‌রি‌খে তি‌নি খাগড়াছ‌ড়ির তবলছ‌ড়ি‌তে ছি‌লেন উ‌ল্লেখ ক‌রে সদ‌্য জা‌মি‌নে মুক্ত সুমন জানান, জায়গা জ‌মি সংক্রান্ত ব‌্যাপা‌রকে কেন্দ্র ক‌রে উ‌দ্দেশ‌্য প্রনো‌দিত ভা‌বে তা‌কে মিথ‌্যা ধর্ষন মামলায় জড়া‌নো হ‌য়ে‌ছে। মামলায় যে সময় উ‌ল্লেখ করা হ‌য়ে‌ছে,পা‌রিবা‌রিক কা‌জে তার আ‌রো ৮‌ দি‌নেরও বে‌শি সময় আগ থে‌কে খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা উপ‌জেলার তবলছ‌ড়ি‌তে ছি‌লেন।

এসময় মোঃ সুমন বলেন তার বিরুদ্ধে আ‌নিত মিথ্যা ধর্ষণ মামলার রহস্য উৎঘাটন করে প্রকৃত দো‌ষি ব্যক্তিদের কে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর